পতেঙ্গায় পুলিশের ওপর হামলা: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরও ১০

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় দায়িত্ব পালনকালে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) মারধর ও তার ব্যক্তিগত জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে আরও ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২ মার্চ) পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিএমপির বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার বদরুল আলম মোল্লার নির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচলাইশ এলাকা থেকে অভিযুক্তদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন গণপতি (৫৭), হামিদুর রহমান (৩০), রোহান (২০), আরিফ প্রমাণিক (৩৫), রাব্বি (৩৫), শুভ (১৯), জীবন (২৬), রুমেল (৩০), রেজাউল করিম (৪৫) ও সিয়াম শেখ (১৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে চরপাড়া ঘাট এলাকায় মাদক সেবনের সময় পুলিশের এসআই ইউসুফ আলী অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করেন। তারা প্রথমে ক্ষমা চাইলেও পরে সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এসময় তারা এসআই ইউসুফের ওয়াকিটকি, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। স্থানীয়দের সহায়তায় দুই অভিযুক্তকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে অভিযান চালিয়ে আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পতেঙ্গা মডেল থানা পুলিশ।