চট্টগ্রামের মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেছে প্রবাসী জাতীয়তাবাদী দল। রোববার (মার্চ) মঘাদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের খোরমাওয়ালা গ্রামের পন্ডিত বাড়ির প্রাঙ্গনে এ ইফতার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঘাদিয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে ও মিরসরাই উপজেলা যুবদল নেতা আজাদ হায়দার চৌধুরী রাজিবের সঞ্চালনায় এ ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ও মিরসরাই উপজেলা জাসাসের সহ সভাপতি মো. আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলমগীর প্রবাসে থেকে সমাজের অসহায় অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য প্রবাসী জাতীয়তাবাদী দল মঘাদিয়ার নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, প্রবাসীরা কষ্ট করে টাকা উপার্জন করে। তাদের ঘাম ঝরানো টাকায় এমন একটি পদক্ষেপ প্রশংসার দাবিদার। প্রবাসী জাতীয়তাবাদী দল সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
এসময় আরো বক্তব্য রাখেন, মঘাদিয়া ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন। তিনি প্রবাসীদের সাথে একাত্বতা পোষন করে এ ধরনের কাজে সর্বাত্বক সহযোগিতা ও সমর্থনের কথা জানান।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মঘাদিয়া ইউনিয়ন ৫ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি নুর ছাপা, সাধারণ সম্পাদক আলা উদ্দিন, বিএনপি নেতা খানসাব, ছাত্রদল নেতা তারেক হোসেনসহ আরো বিএনপি, যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রবাসী জাতীয়তাবাদী দল মঘাদিয়ার নেতৃত্বে রয়েছেন দলের সভাপতি মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্বাস। গত বছরও প্রবাসী জাতীয়তাবাদী দলটি স্বল্প পরিসরে ইফতার সামগ্রী বিতরণ করে। আগামীতে আরও বৃহৎ পরিসরে ইফতার সামগ্রি বিতরণ ও অন্যান্য সেবামূলক কাজ চালিয়ে গেতে যায় প্রবাসী জাতীয়তাবাদী দল মঘাদিয়া।