জনগণকে ভূমি উন্নয়ন কর পরিশোধে উদ্বুদ্ধ করা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভূমি মেলা উদ্বোধন হয়েছে। রোববার (২৫ মে) সকালে শোভাযাত্রা ও উপজেলা ভূমি কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল হাসান। সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন। বক্তব্য দেন রাঙ্গুনিয়া পৌরসভার সাবেক মেয়র মো. নুরুল আমিন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মো. ইলিয়াছ তালুকদার প্রমুখ।