সাহেরখালী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাই উপজেলার ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সাহেরখালী ভোরেরবাজারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

১৬ নম্বর সাহেরখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবদুল আউয়াল চৌধুরী।

এছাড়াও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন মিরসরাই পৌরসভা বিএনপির আহবায়ক মহিউদ্দিন, মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, সদস্য নুর হোসেন চেয়ারম্যান, সদস্য বদরদ্দৌজা মিয়া, ১৪ নং হাইতকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক ফজলুল হক, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শওকত আকবর সোহাগ, যুগ্ম আহবায়ক এস এম হারুন, মিরসরাই উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ।

এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম জাহিদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু, মিরসরাই উপজেলা ছাত্রদলের আহবায়ক সরওয়ার হোসেন রুবেল, সাহেরখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মাষ্টার ওসমান গনি, যুগ্ম আহবায়ক ডা. আবদুর রহমান, সাহেরখালী ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন যাদু মিয়া, সাহেরখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. নুর উদ্দিন, যুগ্ম আহবায়ক শাহাদাৎ খান, সাহেরখালী ইউনিয়র শ্রমিক দলের সভাপতি আনোয়ার, ছাত্রদল নেতা এমরান আনোয়ার, তপু, তারেক, ফয়সালসহ আরো অনেকেই।

ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।