ঢাবির রিসার্চ এক্সিলেন্স রিকগনিশন সম্মাননা পেলেন মিরসরাইয়ের সন্তান, বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রভাষক সিফাত-ই-আরমান ভূঁইয়া। গত ২ মে (শুক্রবার) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাবির প্রথমবারের মত আয়োজিত রিসার্চ এক্সিলেন্স রিকগনিশন অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
গবেষণা ও বুদ্ধিবৃত্তিক অবদানের স্বীকৃতি স্বরূপ সিফাত-ই-আরমান ভূঁইয়াসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের প্রায় ৩শ’ জন খ্যাতিমান শিক্ষক ও গবেষককে এ সম্মাননা প্রদান করা হয়।
সিফাত মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামের গনি আহমেদ ভূঁইয়া বাড়ির সন্তান। তিনি চট্টগ্রামের নিখাদ গ্রুপের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম ভূঁইয়ার বড় ছেলে।
সিফাত ই আরমান ২০১৩ শিক্ষাবর্ষে চট্টগ্রামের সাউথপয়েন্ট স্কুল এন্ড কলেজ থেকে এসএসসিতে জিপিএ-৫ এবং একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০১৫ শিক্ষাবর্ষে এইচএসসিতে জিপিএ-৫ অর্জন করে ঢাবিতে ভতি হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের মাস্টার্সে প্রথম স্থান অধিকার করে একই বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন তিনি।