চট্টগ্রামের সীতাকুণ্ডে মালবাহী ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষে ট্রাক চালক মোঃ শফিককে (৬৬) নিহত হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) রাত ৯টা ৩৫ মিনিটের দিকে বারবকুন্ড এলাকায় মালবাহী ট্রাকের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষের এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ শফিক রাঙ্গামাটি জেলার কোতোয়ালি থানাধীন শান্তি নগর এলাকার বাসিন্দা। তিনি মৃত বাদশাহ মিয়ার ছেলে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, মোঃ মনিরুল ইসলাম নামের এক ব্যক্তি মোঃ শফিককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাকে ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। দুই ঘণ্টা চিকিৎসার পর তিনি মারা যান। তার মরদেহ চমেক হাসপাতালের মর্গে রয়েছে।