খাগড়াছড়িতে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান, বন্ধ সব কার্যক্রম

উচ্চ আদালতের নির্দেশে খাগড়াছড়ির সব অবৈধ ইটভাটা স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত একযোগে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। অভিযানে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, হাইকোর্ট বিভাগের রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে জেলার সব অবৈধ ইটভাটার কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে একাধিকবার এসব ইটভাটাকে জরিমানা করা হলেও এবার কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ভবিষ্যতে খাগড়াছড়িতে আর কোনো অবৈধ ইটভাটা চালু করতে দেওয়া হবে না। পরিবেশ সুরক্ষা ও আইন বাস্তবায়নে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন জেলা প্রশাসক।