কক্সবাজারের উখিয়ায় অভিনব কৌশলে টমেটোর ভেতরে লুকিয়ে পাচারের সময় ৪০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের লাগুয়া ৯ নম্বর বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের প্রবেশমুখে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত যুবকের নাম রুহুল আমিন (৩০)। তিনি বালুখালী এলাকার মৃত বদিউর রহমানের পুত্র।
কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সানোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, মাদক চোরাচালানকারীরা অভিনব কৌশলে ইয়াবার একটি বড় চালান ক্যাম্পে মজুত করতে নিয়ে যাচ্ছে। এরপর সন্ধ্যায় বালুখালী ক্যাম্পের প্রবেশমুখে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি শুরু করা হয়।
তল্লাশির এক পর্যায়ে একটি টমটমে থাকা সবজি ভর্তি বস্তা থেকে সন্দেহজনক কিছু ধরা পড়ে। পরে টমেটোর ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক রুহুল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফ হোসেন। তিনি বলেন, “মাদক পাচার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।”
উল্লেখ্য, কক্সবাজার-টেকনাফ সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরে মাদক পাচারের অন্যতম রুট হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে এই চোরাচালান কিছুটা কমে এসেছে।