রাঙ্গুনিয়ায় সন্ত্রাস-মাদক বিরোধী বিক্ষোভ জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাঙ্গুনিয়া উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এক যুব সম্মেলন ও সন্ত্রাস এবং মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টার মাঠে এই যুব সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং রাঙ্গুনিয়া সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আমিরুজ্জামান।

সম্মেলনের প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আবদুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আনোয়ার সিদ্দিক চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা হাসান মুরাদ, নায়েবে আমির মাওলানা মুহাম্মদ শওকত হোসাইন, সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সরোয়ার হোসেন ও সদস্য সচিব এস এম মহিউদ্দিন বাবু।

সম্মেলন শেষে একটি সন্ত্রাস ও মাদকবিরোধী বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কমিউনিটি সেন্টার থেকে শুরু হয়ে কাপ্তাই সড়কের ইছাখালী সদর এবং উপজেলা পরিষদ ক্যাম্পাস প্রদক্ষিণ করে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আমিরুজ্জামান। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি বক্তব্য রাখেন এবং যুব সমাজকে নৈতিকতা ও মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।