শুরু হচ্ছে হাটহাজারী উপজেলা ফুটবল লীগ, প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দীর্ঘ কয়েক বছর বিরতির পর আবারও মাঠে গড়াতে যাচ্ছে হাটহাজারী উপজেলা ফুটবল লীগ ২০২৫। আগামী ২ মে এই বহুল প্রতীক্ষিত ফুটবল লীগের উদ্বোধন হবে।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয় লীগ শুরুর প্রস্তুতি সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি এ বি এম মশিউজ্জামান।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, এডহক কমিটির সদস্য আছলাম মোরশেদ, মুজিবুর রহমান, আব্দুর মন্নান দৌলত, খোরশেদ আলম শিমুল এবং যুব উন্নয়ন অফিস সহ-কারি মো. শরীফ।

আসন্ন ফুটবল লীগে অংশগ্রহণের জন্য ইতিমধ্যে ১০টি দল সম্মতি প্রদান করেছে। লীগ শুরুর আগে, আগামী ২৪ এপ্রিল (বৃহস্পতিবার) বিকাল ৩টায় উপজেলা কনফারেন্স রুমে একটি প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। এতে প্রতিটি দলের প্রতিনিধি উপস্থিত থেকে খেলার ছবি সহ সার্বিক বিষয়ে মতবিনিময় করবেন।

উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অংশগ্রহণকারী সকল দলের কর্মকর্তাদের যথাসময়ে প্রতিনিধি সভায় উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।