নূরানী তা’লীমুল কুরআন বোর্ড, চট্টগ্রামের উদ্যোগে হাটহাজারীতে অনুষ্ঠিত হয়েছে ‘শিক্ষক কর্মশালা ও সেমিনার ২০২৫’। শনিবার (১৯ এপ্রিল) দুপুর ২টায় বোর্ডের কেন্দ্রীয় কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ কর্মশালা ও সেমিনারে দেশের বিভিন্ন স্থান থেকে আগত শিক্ষক ও অতিথিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সারা দেশের নূরানী বোর্ডের আওতাধীন মাদ্রাসাগুলো বিশুদ্ধ কোরআন শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের ৮৮ হাজার গ্রামের মধ্যে প্রায় ২৬ হাজার মাদ্রাসায় ৪০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছে। এ কচিকাঁচা শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শ ভিত্তিতে গড়ে তুললে তারাই ভবিষ্যতের দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে।’
তিনি আরও বলেন, ‘আলেম-ওলামারা এদেশের মানুষের অগাধ আস্থার জায়গা। দেশের রাজনীতিতে যদি আলেমদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা যায়, তাহলে ভবিষ্যতে তারা সংসদ ও মন্ত্রিসভায় জায়গা করে নিতে সক্ষম হবেন এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখবেন।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান মুফতি খলিল আহমদ কাসেমী। স্বাগত বক্তব্য রাখেন বোর্ডের মহাসচিব মাওলানা মুফতি জসিম উদ্দীন (দা.বা.)।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মাওলানা সলিমুল্লাহ খান, মাস্টার শফিকুল ইসলাম ও মাওলানা কামরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. মশিউজ্জামান এবং হাটহাজারী থানার অফিসার ইনচার্জ আবু কাউসার মাহমুদ হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন— মাওলানা মুফতি মোহাম্মদ আলী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা জমির উদ্দিন, মাওলানা মুহাম্মদ আনিস, হাফেজ মাওলানা ইসমাইল, মাওলানা ওসমান ফয়েজী, মাওলানা মুহাম্মদ ইউনূস, মাওলানা আবুল হাসান, মাওলানা ওসমান শাহনগরী প্রমুখ।