চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ভূমি দস্যুতা, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক কারবারের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ৩নং বাজার এলাকাবাসী।
রবিবার (২১ এপ্রিল) বিকেল ৪টায় বড়দীঘির পাড় এলাকার হাটহাজারী-অক্সিজেন আঞ্চলিক মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ৩নং বাজার হাবিব মিয়া জামে মসজিদের সাবেক সভাপতি নুর আলম। সঞ্চালনায় ছিলেন সমাজসেবক মো. আব্বাস ও রফিক।
বক্তব্য রাখেন মালা বেগম, শাহজাহান লেদু, দিদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন গাজী আলমগীর টিটু, সুমন গাজী, সাগর, মো. সেলিম, ইলিয়াছ, রুবেল, জুয়েল, বাদশা প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, সেলিম ও কামাল নামে কয়েকজন আওয়ামী লীগ নেতার নেতৃত্বে একটি চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যু চক্র দীর্ঘদিন ধরে ৩নং বাজার ও আমির হামজা কলোনি এলাকায় সাধারণ মানুষকে হয়রানি ও নির্যাতন করছে। এদের মদদপুষ্ট বাহিনীর দখলবাজি, চাঁদাবাজি ও মাদক কারবারের ফলে এলাকাবাসী চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা নিরীহ এলাকাবাসীকে এই সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে চাই। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত এদের গ্রেফতার করে আইনের আওতায় আনুক – এটাই আমাদের একমাত্র দাবি।’
মানববন্ধনে বক্তারা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।