২০ রমজানের মধ্যে শ্রমিকদের মজুরি-বোনাস পরিশোধের দাবি

চট্টগ্রাম নগরের নাসিরাবাদ শিল্পাঞ্চলে শ্রম আইন সংস্কার ও ট্রেড ইউনিয়ন গঠনে শ্রমিকদের অধিকার বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) আয়োজিত এই সভায় শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের দাবি জানানো হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম জেলা সমন্বয়কারী জননেতা হাসান মারুফ রুমী বলেন, “গার্মেন্ট শ্রমিকরা অর্থনীতির প্রাণ। বিদ্যমান শ্রম আইনের সকল অগণতান্ত্রিক ধারা বাতিল করে শ্রমিক ও শিল্পের স্বার্থ রক্ষা করে নতুন আইন প্রণয়ন করতে হবে। আসন্ন ঈদে শ্রমিকদের মজুরি ও বোনাস ২০ রমজানের মধ্যে পরিশোধ করতে হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিজানুর রহীম চৌধুরী, চট্টগ্রাম জেলার যুগ্ম সমন্বয়কারী ও কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য শহিদ শিমুল, জেলা সদস্য সচিব মো. সোহাগ, সংগঠক এডভোকেট শাহাদাত হোসেন তালুকদার, কৃষক নেতা মো. ফরিদ, সাবেক ছাত্রনেতা শুভাশিস ভট্টাচার্য এবং ছাত্র ফেডারেশন নেতা আজাদ হোসেন।

আলোচনার পর সভায় মো. কুতুব উদ্দিনকে আহ্বায়ক এবং ফরহাদুল ইসলামকে সদস্য সচিব করে ১৭ সদস্যবিশিষ্ট নাসিরাবাদ শিল্পাঞ্চল শাখা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।